বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৪ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২
শর্ত সাপেক্ষে বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সদরঘাটে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করার অধিকার আছে। এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তারা যদি রাজনৈতিক নিয়ম ভঙ্গ করে কিছু করে, তখন আমাদের অবজেকশন থাকে। সেটা আমরা সব সময় বলে আসছি।
মন্ত্রী বলেন, আমরা কি তাদের কখনো মানা করেছি কোনও সমাবেশ করতে। যদি সমাবেশের নামে বিশৃঙ্খলা করে তাহলে আমরা সেটা দমন করতে ব্যবস্থা নেবও।
তিনি বলেন, ঢাকায় যে সমাবেশ করা হবে সেটাও আমরা মানা করিনি। আপনারা ২৫-৩০ লাখ লোক নিয়ে আসবেন, এই লোকগুলো কোথায় বসাবেন? কোথায় থাকবে তারা? পুরো ঢাকা শহর অচল করে দেবেন আপনারা। আমরা বলেছি তাদের, বড় কোনো জায়গায় যান। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব।
জেবি/ আরএইচ