Logo

আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২২, ১৪:০০
31Shares
আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
ছবি: সংগৃহীত

পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড

বিজ্ঞাপন

নওগাঁর আত্রাইয়ে ১ লাখ ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম। এ সময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিস জানায়, ১ম দিন পাঁচুপুর ইউনিয়নের ১,৪,৫ ওয়ার্ডের স্মার্ট কার্ড উপজেলা পরিষদ হল রুমে দেওয়া হচ্ছে। ২৬ নভেম্বর ২ ও ৩ ওয়ার্ডের জগদাস উচ্চ বিদ্যালয়ে, ২৭ নভেম্বর ৬ ও ৯ ওয়ার্ডের খনজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৮ নভেম্বর ৭ও ৮ ওয়ার্ডের নবাবের তাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে। বিতরণ কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। দু-এক দিনের মধ্যে অন্যান্য ইউনিয়নের সময়সূচি জানানো হবে বলে অফিস জানায়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ বলেন,স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে। যদি কাহারো পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে যায় তাহলে ট্রেজারী চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩’শ ৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD