সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২২


সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: ইন্টারনেট

দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 


শুক্রবার (২৫ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 


এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়।