বিএনপির সমাবেশস্থল থেকে রুমিন ফারহানার মোবাইল চুরি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২২

এবার কুমিল্লায় বিএনপির গণসমাবেশস্থল থেকে সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি যায়।
এদিকে মোবাইল চুরির বিষয়টি রুমিন ফারহানা বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে জানান।
সাক্কু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই।