গণসমাবেশ শুরু, ফাঁকা রাখা হয়েছে খালেদা জিয়ার আসন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৩ এএম, ২৭শে নভেম্বর ২০২২


গণসমাবেশ শুরু, ফাঁকা রাখা হয়েছে খালেদা জিয়ার আসন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগেই শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগে সকাল ১১ টা থেকে কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন সমাবেশের মঞ্চে।


এদিকে প্রতিবারের মতো এবারও সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে।


জানা গেছে, আজ ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার নেতারা। সকাল ১০টার মধ্যেই সমাবেশ স্থলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।