চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা টান আছে : কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৩ এএম, ২৭শে নভেম্বর ২০২২


চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা টান আছে : কাদের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর টান রয়েছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনার অনেক বড় অবদান রয়েছে। আর সেই অবদানের কারণ তার এ অঞ্চলের প্রতি একটা মায়াবী টান রয়েছে। 


আজ শনিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


কাদের বলেন, মহিউদ্দিন ভাই আমাদের মাঝে নাই। ওনাকে দেখতে পেলে ভালো লাগতো।


তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মাসেতু থেকে সরে গেছে। এখন তারাই বলে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণে একটা আশ্চর্যজনক উদাহরণ। তারা বিশ্বকে উন্নয়নে চমকে দিয়েছে।

জেবি/ আরএইচ/