জিয়া কৌশলে লুকিয়ে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছেন। তাই তাকে ধরা যাচ্ছে না। কিন্তু খুব শীঘ্রই তাকে ধরা হবে।
আজ শনিবার (২৬ নভেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে। খুব দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করা হবে।
তিনি আরও বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামিনে মুক্ত ছিলেন। আশা করি, আমরা খুব শিগগিরই বাকি জঙ্গিদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।