বিএনপির টার্গেট শেখ হাসিনা: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৯ এএম, ২৭শে নভেম্বর ২০২২

বিএনপির প্রধান টার্গেট হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (২৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে ছিলেন না। ভাগ্যের কারণে বেঁচে গেলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। সেদিনও উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না। আজ কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয়েছে। এটাও হতো না। এসব দেখে বিএনপি নেতাদের অন্তর জ্বালা। মির্জা ফখরুলদের বুকে বড় জ্বালা।
তিনি আরও বলে, ফখরুল সাহেব আপনাদের কেনও এত জ্বলে আমি বুঝিনা। আপনারা ক্ষমতায় থাকাকালীন কি করেছেন সেটা আমরা দেখেছি। আপনারা মানুষের ভাগ্য নিয়ে খেলেছেন। তাই আমাদের উন্নয়ন আপনাদের সহ্য হয় না।