তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১২ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২

দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা থেকে নামনো হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। এতো রিজার্ভ কোথায় গেল? তবে কি আপনারা আসলেই রিজার্ভ চিবিয়ে খেয়েছেন। না কি অন্য কিছু। খোলাসা করুন সবার সামনে।
তিনি বলেন, মানুষের কোনো আয় নেই। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে। চাঁদাবাজি, দলীয়করণ করে তারা আয় করছেন। লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছে।