মহিলা আ.লীগের নেতৃত্বে চুমকি-শিলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২

বাংলাদেশ মহিলা আ.লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলাকে নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য। এছাড়া শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
জেবি/ আরএইচ/