আপাতত স্থগিত থাকছে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ গঠন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৯ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২


আপাতত স্থগিত থাকছে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ গঠন
ছবি: সংগৃহীত

আপাতত স্থগিতই থাকছে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন।


আজ রোববার (২৭ নভেম্বর) নিকার সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠলে তা অনুমোদন পায়নি। 


এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। নিকার প্রস্তাবটি অনুমোদন দেয়নি। সভায় বাকি এজেন্ডাগুলো অনুমোদন দেওয়া হয়েছে।


এর আগে গত ২ জুন নিকার বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ছিলো 'পদ্মা' ও 'মেঘনা' বিভাগ গঠনের প্রস্তাব।

জেবি/ আরএইচ/