বিএনপির সমাবেশে সরকার বাধা দিবে না: কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৯ এএম, ২৮শে নভেম্বর ২০২২


বিএনপির সমাবেশে সরকার বাধা দিবে না: কাদের
ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে সরকার কোনও বাধা দিবে না বলে মন্তব্য করেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আজ রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, কিন্তু আমাদের সাথে খেলতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। ছাড় দেওয়া হবে না। তারা যেনও সুষ্ঠুভাবে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


কাদের বলেন, তাদের সমাবেশে সহায়তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ এগিয়ে দিয়েছে।


বিএনপি মহাসচিবের উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে। তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে হবে।

জেবি/ আরএইচ