জিএম কাদেরের সঙ্গে বৈঠকে বসব: রওশন এরশাদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৭ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে আমি বৈঠকে বসব। আমি দলের মধ্যে ঐক্য বজায় রাখতে চাই। জাপাকে আমি বিভক্ত করতে চাই না।
আজ রোববার (২৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিএম কাদেরর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব আছে কী না জানতে চাইলে তিনি বলেন, না। জিএম কাদেরর সঙ্গে আগামীতে একসঙ্গে চলবেন কী না জানতে চাইলে তিনি বলেন, নিশ্চয় চলব।
রওশন বলেন, আমার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, আমি এবং আমার পরিবারের সদস্যদের কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমি দেখেছি গত ৩২ বছরে দলের নেতাকর্মীরা কতটা কঠোর পরিশ্রম করেছেন।
তিনি বলেন, আমি ঢাকায় ফিরে এসেছি। সব এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং অন্যান্যদের সঙ্গে যে কোনো বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করতে বসব। আমি নিশ্চিত, সেই ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে শিগগিরই রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে পারব।
জেবি/ আরএইচ/