ভয় দেখিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ভয় দেখিয়ে ক্ষমতা দখলের কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
আজ রোববার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জে মাদরাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেওয়া হবে না। কেউ এই ধরনের অপচেষ্টা করলে সরকার জনগনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আর অধিকার আদায়ই আমাদের মূল লক্ষ। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে কঠোর হাতে তা দমন করা হবে।
জেবি/ আরএইচ/