শেখ হাসিনা মানবতার নেত্রী: হুইপ স্বপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২


শেখ হাসিনা মানবতার নেত্রী: হুইপ স্বপন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি অসুস্থ বিএনপির নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল একবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তার স্বাস্থ্যের খোঁজ নেন।


আজ রোববার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, শেখ হাসিনা নিজ দলের পাশাপাশি বিএনপির চালান। আওয়ামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে-বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। 


তিনি আরও বলেন, আমরা চাই সকলে একসঙ্গে মিলে রাজনীতি করি। আমরা চাই না কেউ পালিয়ে যাক। তাহলে সেটাতো রাজনীতি হবে না।