‘আলাদা সম্পদের হিসাব দিতে হবে না সরকারি কর্মচারীদের’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকারি কর্মচারীদের এখন থেকে আর আলাদা করে সম্পদের হিসাব সরকারকে দিতে হবে না।
আজ রোববার (২৭ নভেম্বর) নিকার সভা ও সচিব সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব কথা গণমাধ্যমকে জানান তিনি।
তিনি বলেন, প্রতিবছর রিটার্ন দাখিলের সময় সম্পদের যে বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় দাখিল করবেন সরকারি কর্মচারীরা।
তিনি বলেন, সভায় এনবিআর, আমি এবং জনপ্রশাসন সচিব বসেছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি, সম্পদের হিসাব আর আলাদা করে দেওয়ার দরকার নেই।
এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এনবিআর বলেছে আমাদের কোনো আপত্তি নেই।
জেবি/ আরএইচ/