পুরোনো প্রেমের কথা মনে করে কাঁদলেন নোরা ফাতেহি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২


পুরোনো প্রেমের কথা মনে করে কাঁদলেন নোরা ফাতেহি
ছবি: এনডিটিভি

নোরা ফাতেহি। বলিউডের আইটেম গার্ল খ্যাত নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী। তার খ্যাতি ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। তার বিষয়ে জানতে বরাবরই উৎসুক থাকে তার ভক্তরা।


কিন্তু এবার হঠাৎ একটু ভিন্নরকমভাবে নিজেকে উপস্থাপন করেছে নোরা। সম্প্রতি ছোটপর্দায় নাচের একটি রিয়ালিটি শোতে বিচারক হিসেবে দেখা গেছে তাকে। সেই নাচ-গান দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি নোরা। ফিরে গেছেন নিজের অতীতে, করেছেন স্মৃতি রোমন্থন।


ছবি: এনডিটিভি

নোরা ফাতেহি জানান, পারফরম্যান্সটি দেখে অশ্রু এসেছে তার। ইমোশনাল হয়ে পড়েছেন। এই গানটি যেন তারই। গানটির সঙ্গে তিনি তার অতীতকে রিলেট করতে পারেন। এই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। একটা সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা।

জেবি/ আরএইচ/