সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না: ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫০ এএম, ২৮শে নভেম্বর ২০২২


সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। তাদের পতন কেউ ঠেকাতে পারবে না।


আর রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে মির্জা ফখরুল।


তিনি বলেন, সরকার তাদের কর্মের জন্য এখন পুরো জনবিচ্ছিন্ন। তারা আমাদের আন্দোলনকে ঠেকানোর পায়তারা করছে। কিন্তু কোনও লাভ নেই জনগণ জেগে উঠেছে।


ফখরুল বলেন,সরকার এখন পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একারণেই সরকার বিএনপিকে ঠেকাতে উঠে পড়ে নেমেছে। তারা আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে। যানবাহন বন্ধ করছে।


তিনি আরও বলেন, আমরা ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চাই কিন্তু সরকার আমাদের অনুমতি দিচ্ছেনা। আমরা চাই সরকার আমাদের সমাবেশের অনুমতি দিয়ে আমাদের সহায়তা করুক।

জেবি/ আরএইচ/