সরকারি ব্যয়ে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২২ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২


সরকারি ব্যয়ে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে সেজন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারেরও সতর্ক হয়ে কাজ করতে হবে।


আজ রোববার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেখ হাসিনা বলেন, দুর্ভিক্ষের কথা আমার নয় এটি আন্তর্জাতিক পর্যায় থেকে বলা হচ্ছে।


সরকারপ্রধান বলেন, আমরা ইতমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম হলো সরকারী ব্যয়ে সাশ্রীয় হওয়া। অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প নির্ধারণ। দক্ষ জনশক্তি তৈরিসহ বিভিন্ন বিষয়। আশা করি এসব প্রকল্পগুলো নিয়ে আমরা কাজ করলে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবো।


প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি যখন করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিপর্যস্ত, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে।


তিনি বলেন, উন্নত দেশগুলোও গুরুতর সংকটের মুখোমুখি হচ্ছে। যে কারণে অনেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রিজার্ভ কমছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বহুগুণ বেড়েছে। 


তিনি আরও বলেন, আমরা এখনই যে বিপদে পড়েছি তা কিন্তু না। কিন্তু আমার কথাটা হচ্ছে আগাম ব্যবস্থাটা নিতে হবে। যেন ভবিষ্যতে দেশ বা দেশের মানুষ কোনো বিপদে না পড়ে। আমাদের সেই সতর্কতা একান্তভাবে দরকার এবং সেই সতর্ক বার্তাটাই কিন্তু আমরা দিচ্ছি।