Logo

ঋণ খেলাপী মামলায় সেই ৩৭ কৃষকের জামিন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২২, ১৭:৫৪
25Shares
ঋণ খেলাপী মামলায় সেই ৩৭ কৃষকের জামিন
ছবি: সংগৃহীত

এই ১২ জন কৃষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। বাকি ২৫ জন পলাতক ছিলেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন বলেন, পলাতক ২৫ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। তাদের সহ কারাগারে থাকা ১২ জনের পক্ষে জামিন আবেদন করা হয়।

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর ঋণ খেলাপি মামলায় গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ জন কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক  শামসুজ্জামান এই আদেশ দেন।জামিনপ্রাপ্তদের মধ্যে ১২ জন হলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী (৫০), হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া (৪৩), মৃত আবুল হোসেনের ছেলে মজনু হোসেন (৪০), শুকুর প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৫০), মনি মন্ডলের ছেলে মাহাতাব মন্ডল (৪৫), মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৬), লালু খাঁর ছেলে রজব আলী (৪০), মৃত আখের উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৫০), কামাল প্রামানিকের ছেলে শামীম হোসেন (৪৫), মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুল গণি মন্ডল (৫০) মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামানিক (৪৩)। 

বিজ্ঞাপন

এই ১২ জন কৃষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। বাকি ২৫ জন পলাতক ছিলেন।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন বলেন, পলাতক ২৫ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। তাদের সহ কারাগারে থাকা ১২ জনের পক্ষে জামিন আবেদন করা হয়। 

বিজ্ঞাপন

মামলার বাদি জামিনের বিরুদ্ধে তার জোরালো বক্তব্য তুলে ধরেন। শুনানী শেষে বিচারক মোট ৩৭ জন কৃষকের জামিন মঞ্জুর করেন। আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, যে ধারায় মামলাটি করা হয়েছে তা সঠিক হয়নি। মামলা সুত্রে জানা গেছে, ২০১৬ সালে ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি দল পাবনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ গ্রহণ করে। 

সেই টাকার মধ্যে জন প্রতি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেন কৃষকরা। পরবর্তীতে সেই  ঋনের টাকা কিছু টাকা পরিশোধ করলেও, বেশিরভাগ টাকা বকেয়া থেকে যায়। পরে ঋণ খেলাপির দায়ে ২০২১ সালে ব্যাংকের পক্ষে তৎকালীন শাখা ব্যবস্থাপক সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নামে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় গত বুধবার (২৩ নভেম্বর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কৃষকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শুক্রবার পর্যন্ত পরোয়ানাভুক্ত ৩৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কৃষকের পরিবারের দাবি, ঋণ নেওয়ার পর এক বছরের মধ্যে অধিকাংশ কৃষক তাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন। 

তাদের কাছে ব্যাংকের পাশ বইয়ে ও টাকা জমা  স্লিপে উল্লেখ রয়েছে। অথচ সেই অর্থ ব্যাংকের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা জমা না করে আত্মসাৎ করেছেন। ফলে তাদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়েছে। আর পলাতক থাকার পর জামিন পাওয়া দু’জন কৃষক বলেন, তারা ৪০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন। 

বিজ্ঞাপন

৩০ হাজার টাকার মতো এখনও বকেয়া রয়েছে। অভাবের তাড়নায় পরিশোধ করতে পারেননি।হয়রানির শিকার কৃষক পরিবারের সদস্যরা গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের কারণে আজ আমাদের স্বজনরা আইনি সহায়তা পেলেন। তারা প্রধানমন্ত্রী, গণমাধ্যম ও কালের কণ্ঠ শুভসঙ্গ পাবনা জেলা কমিটির সভাপতি ও দৈনিক এরোমনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুল আলমসহ যারা তাদেরকে আইনগত সহযোগিতা করেছেন তারা  সকলকে  ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

মামলার বাদী পাবনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বলেন, কৃষকরা ঋণের টাকা পরিশোধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়। খেলাপি ঋণ আদায়ে এটা চলমান প্রক্রিয়া। আমরা আমাদের অফিশিয়াল ব্যবস্থা নিয়েছি। তারা তাদের আইনগত সহায়তা পেয়েছেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, জামিন হওয়ার পরে কৃষকদের সাথে আমি বলেছি। তাদের কাছ থেকে সবকিছু শুনেছি। তারা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখা হবে। পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন  বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা এসেছে কোনো কৃষক যেন হয়রানীর শিকার না হয়। সেজন্য কৃষকদের বিরুদ্ধে কেন মামলা হয়েছে সেগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সেই নির্দেশে কাজ শুরু করেছি। কোন কৃষক যাতে হয়রানির শিকার না হয় সেইলক্ষ্যে সবকিছু জেনে তাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন করা হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD