প্লিজ যুদ্ধ থামান : শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো যুদ্ধ আলোচনার মাধ্যমে সামাধান হতে পারে। প্লীজ আপনারা যুদ্ধ থামান।
আজ সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধের ক্ষতিটা বুঝি। আমি বিশ্বনেতাদের অনুরোধ করে বলছি প্লিজ আপনারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান। আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই।
নারীদের শান্তি ও নিরাপত্তা বিষয়ক এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, যেকোনো সংঘাত ও দুর্যোগে তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়।
তিনি বলেন, এটা প্রশ্নাতীত, নারীরা সমাজের সবচেয়ে দুর্বল অংশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তারা বিভিন্ন ধরনের সহিংসতা, অপুষ্টি, অশিক্ষা এবং অন্যান্য মৌলিক চাহিদার শিকার। যেকোনো সংঘাত ও দুর্যোগে তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়।
নারীদের শান্তি ও নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজুলেশন গ্রহণ করার প্রশংসা করে তিনি বলেন, জাতিসংঘ নারী শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা প্রতিষ্ঠা করেছে। সেই রেজুলেশন প্রণয়নে অংশ নিতে পেরে বাংলাদেশ গর্বিত।