এসএসসিতে পাশের হার ৮৭.৪৪ শতাংশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২২
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসএসসিতে পাশের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
আজ সোমবার (২৮ নভেম্বর) গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।