বিএনপি অতিথি পাখি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩০ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হলো শীতকালীন অতিথি পাখির মতো।
আজ সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হলো শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে, খাবার খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়, বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।
মন্ত্রী আরও বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলতেছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলব না। ছাত্রলীগ আপনাদের খেলবে। আমরা সবার সাথে খেলি না।