‘লগে আছি ডটকমের এমডি গ্রেফতার’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৪৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২


‘লগে আছি ডটকমের এমডি গ্রেফতার’
ছবি: সংগৃহীত

লগে আছি ডটকম-এর এমডি গ্রেফতার। ছবি দেখে সবাই হয়ত বিস্মিত হবেন। কিন্তু না। সময়ের জনপ্রিয় নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে দর্শকের আগ্রহের কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। 


এদিকে আজ সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে উন্মুক্ত হবে নাটকটির নতুন পর্ব। এই পর্বে গ্রেফতার হবেন লগে আছি.কম-এর এমডি মুসাফির সৈয়দ বাচ্চু।


নির্মাতা অমি বলেন, ‘এই নাটকে সবার প্রিয়, এলাকার বড় ভাই বাচ্চু ‘লগে আছি.কম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ডেলিভারিগুলো ঠিকঠাক মতো দিচ্ছে না। সে জন্য পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। এবং তাকে গ্রেফতার করা হয়।’


তিনি আরও বলেন, ‘শুভ এবং হাবু অনেক টাকা পয়সা তাদের কোম্পানিতে বিনিয়োগ করে। দিনশেষে তারা বিশাল বড় ধরা খায়।