নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২
নৌ-পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক- শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরীর সভাপতিত্বে শ্রম ভবনে আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।
জানা গেছে, বিভিন্ন দাবির প্রেক্ষিতে নৌযান শ্রমিকরা ধর্মঘট ডাকেন। এদিকে এ ধর্মঘটের প্রভাব সারাদেশে পড়েছে।
জেবি/ আরএইচ/