দেশে আরও ২৯ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জনে। এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮১টি নমুনা।