সেই স্মৃতিকে কারাগারে থাকতে হবে ১৫ জানুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৫ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২

ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেয়া জামিন শুনানি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
শুনানিকালে স্মৃতির আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখার প্রার্থনা করেন। এর পেছনে যুক্তি দেখান স্মৃতি একজন নারী এবং তার দুটি ছোট বাচ্চা আছে, এটা বিবেচনায় নিতে বলেন।
তখন আপিল বিভাগ বলেন, কিছু দিন অপেক্ষা করুন। তখন আইনজীবী আসাদ ১৫ ডিসেম্বর শুনানির জন্য রাখার নিবেদন করেন। তখন আদালত বলেন ঠিক আছে ১৫ জানুয়ারি আসুন।
আদালতে সোনিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।
জেবি/ আরএইচ/