শেখ হাসিনা জনগণের সেবক: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,শেখ হাসিনা জনগণের শাসক নয় সেবক। তিনি শাসন করতে আসেনি সেবা করতে এসেছেন।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) নোয়াখালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, মুজিব কোর্ট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক কোনো আপত্তি নেই কিন্তু আগুন নিয়ে খেললে, সহিংসতা করতে এলে আমরা সতর্কতার সাথে প্রস্তুত এবং জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।