‘জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দায়িত্ব পালনে যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করেছে আদালত। এর মধ্যদিয়ে তার দলীয় দায়িত্ব পালনে আর কোনও বাধা রইলো না।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি শেখ আবদুল আউয়ালের বেঞ্চ এ সংক্রান্ত একটি আদেশ দেন।
এদিকে জিএম কাদেরের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এর আগে জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর সাবেক এমপি জিয়াউল হক মৃধা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেন।