ওস্তাদের মাইর শেষ রাতে: কাবিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২
তুমুল জনপ্রিয় অভিনেতা কাবিলা। জিয়াউল হক পলাশ যাকে দর্শকরা কাবিলা নামেই চিনে। যার উত্থান মোটামুটি ব্যাচেলর পয়েন্ট নাটকের মধ্য দিয়েই। নাটকটিতে কাবিলাসহ শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেন দর্শকদের কাছে জীবন্ত।
এদিকে গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাতে ফেভারিট টিম ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলা চলছিল। খেলা চলার পুরোটা সময়জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল কাবিলা।
এদিকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরো সময়জুড়ে দাপট দেখালেও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পায় সেলেসাওরা।
খেলা শেষে ব্রাজিলের একজন ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কাবিলা লেখেন, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে।’ স্ট্যটাসটি দেওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। ব্রাজিলিয়ান ভক্তরা মন্তব্য করতেই থাকেন। উল্লাসে মেতে ওঠেন ব্রাজিলের এই জয়ে।