ক্যামেরার সামনে ফিরলেন আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:০৬ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২
আলিয়া ভাট ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন । তারপর টানা ২৩ দিন দিন পর আবারো ক্যামেরার সামনে ধরা দিলেন এই নায়িকা।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের ৬ নভেম্বর কন্যাসন্তান হওয়ার পর ২৩ দিন এক মুহূর্তের জন্যও ক্যামেরার সামনে আসেন নাই এই নায়িকা ।
সোমবার (২৮ নভেম্বর) দিদি শাহিন ভাটের জন্মদিনে হালকা নীল রঙের জিন্স সঙ্গে কালো টি-শার্ট,একদম সাধারণ লুকে ধরা দিলেন নায়িকা। আলিয়া এখন সময় পার করছেন তার কন্যাসন্তান রাহাকে নিয়ে।
আলিয়া-রণবীরের সংসারে নতুন সদস্যকে ঘিরেই কর্মব্যাস্ত সবাই । তাই মেক আপ বা স্টাইল করার সময় খুবই কম। আলিয়াকে দেখে তেমনটা বোঝা যাচ্ছিল।
সূত্র: আনন্দবাজার
আরএক্স/