জঙ্গিদের নিয়ে সরকারও উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২


জঙ্গিদের নিয়ে সরকারও উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগারে খুব ভয়ঙ্কর জঙ্গিরা থাকে। এসব জঙ্গিদের নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন, ঠিক তেমন আমরাও উদ্বিগ্ন। 


আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, যে জঙ্গিরা পালিয়েছে আসলে তাদের পরিকল্পনাটা হয়ত অনেকদিন আগের ছিল। তাই তারা এমন একটি কাণ্ড ঘটিয়েছে। আমাদের দুর্বলতা আছে তাই তারা সেই জায়গাটাকে ব্যবহার করেছে। কিন্তু এ পেছনে কারা দায়ি আছে তাদের খুঁজে বের করা হচ্ছে।


তিনি বলেন, জঙ্গি পালানোর ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের কমিটি কাজ করছে। তাদের কাছে থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতমধ্যে দায়িত্বে অবহেলার কারণে আমরা বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছি।


তিনি আরও বলেন, একটা বিষয় হুশিয়ারি দিয়ে বলতে চাই। আপনারা নিজেদের যতই শক্তিশালী ভাবুন না কেনও। আমারও কিন্তু কম নই। অতএব এ ঘটনার পেছনে যারা সম্পৃক্ত তাদের কাওকে ছাড় দেওয়া হবে না।