নয়াপল্টনে গণসমাবেশ নিয়ে অনড় বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৩ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২

আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় ডিএমপি।
অন্যদিকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিষ্কার করে বলেছেন, নয়াপল্টনেই তারা সমাবেশ করতে চান। সোহরাওয়ার্দী উদ্যানে নয়। তারা নয়াপল্টনের সমাবেশের ব্যাপারে অনড়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করতে চাই না।