মা হচ্ছেন স্বস্তিকা, বাবা কে?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২
হঠাৎই হইচই উঠেছে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি গর্ভবতী! তাহলে বাবা হচ্ছেন কে?
নিজের ফেসবুক পেইজে স্বস্তিকা এমনই একটা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বেবি বাম্প নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি।
আর সে পোস্টে এখন শুভেচ্ছার বন্যা।
এর আগে গত সপ্তাহেই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছিলেন স্বস্তিকা। দিনকয়েক যেতে না যেতেই দিলেন মা হতে চলার সুখবর। নীল রঙের কাপ্তান পরে আছেন তিনি। খোলা চুল। চোখে-মুখে হালকা ক্লান্তির ছাপ, তবে একটা হাসির রেশ এনে দিয়েছে স্নিগ্ধতা। ছবির ক্যাপশনে কিচ্ছু লেখেননি স্বস্তিকা। আর তাতেই যেন অনুরাগীদের উৎসাহ আরও বেড়ে গেছে কয়েক গুণ।
জেবি/ আরএইচ/