একসঙ্গে এসএসসি পাস করলেন মা-ছেলে

‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার কিন্তু নানা কারণে এতো হয়ে উঠেনি এর মধ্যেই দুই বছর আগে খানমরিচ
বিজ্ঞাপন
ছেলে মেহেদী হাসানের সঙ্গে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মা মঞ্জুয়ারা খাতুন পাস করেছেন।
গত সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে পরীক্ষায় মা মঞ্জুয়ারা খাতুন পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
জানা গেছে, মা মন্জুয়ারা কারিগরি বোর্ডের অধীনে এবং ছেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার। কিন্তু নানা কারণে এতো হয়ে উঠেনি। এর মধ্যেই দুই বছর আগে খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম।
ছেলে মেহেদী হাসান বলেন, আমরা অনেক কষ্টের মাঝেও পড়ালেখা চালিয়ে গেছি। আমার মা সংসারে মাঝেও পরীক্ষা দিয়েছেন এবং বেশ ভালো ফলাফল নিয়ে পাসও করেছেন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/