পাওয়া যাচ্ছে না পাশা ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২
জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল (পাশা) সবসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয়। তাকে ফেসবুকে অনুসরন করে কোটি ভক্ত।
সম্প্রতি মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্টটি নেট থেকে উধাও হয়ে গেছে।
এ বিষয়ে মারজুক রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, একাধিক রিপোর্ট পড়ায় আমার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেইজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।
তিনি আরও জানান, আমি ইতমধ্যে ফেসবুকে আবেদন করেছি যেনও আমার অ্যাকাউন্টটি ফেরত দেওয়া হয়। ফেসবুক থেকে আমাকে একটি বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট সময় পরে অ্যাকাউন্টটি ফেরত দেওয়া হবে।
জেবি/ আরএইচ/