বিএনপির কাজ গণ্ডগোল বাঁধানো: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩০ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায় একটি কারণে। তারা চায় যেনও সেদিন একটা গণ্ডগোল বাঁধে। আর তারা সেটির ফায়দা লুটবে।
আজ বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপি কি নয়াপল্টনে সমাবেশ করে বিশৃঙ্খলা করবে এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সৎ উদ্দেশ্যেই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলেছে। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে।
তিনি বলেন, তাদের সমাবেশ নির্বিঘ্ন করার জন্য ৮ ডিসেম্বরের ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনে ৬ ডিসেম্বর করা হয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্য তো একটি গন্ডগোল বাধানো। আর তারা সে চেষ্টা করবেই।
তথ্যমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার স্বার্থে, শান্তি-স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা নিতে হয়।