বিখ্যাত পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২
বিশ্ব বিখ্যাত পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি আর নেই। বুধবার (৩০ নভেম্বর) সকালে হাসপাতালে জনপ্রিয় এই গায়িকা, গীতিকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
বিখ্যাত ব্যান্ড ফ্লিটউড ম্যাকের অন্যতম সদস্য ছিলেন ম্যাকভি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তবে ঠিক কী কারণে এই তারকার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি বিবিসি। ক্যারিয়ারে অসংখ্য বিখ্যাত গান উপহার দিয়েছেন ক্রিস্টিন ম্যাকভি। লিটল লাইস, এভরিহয়ার, ডোন্ট স্টপ, সে ইউ লাভ মি, সংবার্ডসহ আর বেশকিছু গান গেয়ে দর্শক মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন এই তারকা।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া অ্যালবাম ‘রিউমারস’ সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি। এছাড়া 'ক্রিস্টিন পারফেক্ট' ও 'ক্রিস্টিন ম্যাকভি' অ্যালবামগুলোও বেশ সাড়া ফেলেছিল। ১৯৪৩ সালের ১২ জুলাই ল্যাঙ্কাশায়ারে জন্ম নেয়া ক্রিস্টিন ম্যাকভি জীবনের শুরুতে শিক্ষকতার পেশায় যোগ দিলেও পরে সংগীতপ্রেমী বন্ধুদের অনুপ্রেরণায় চলে আসেন সংগীতজগতে।