আমরা একটু বিপদে আছি: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক কারণে আমরা একটু বিপদে আছি। কিন্তু এখনো আমাদের পরিস্থিতি সোমালিয়া বা সুদানের মতো হয়নি।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, মির্জা ফখরুল নাটক শুরু করেছেন। সম্প্রতি তিনি বলেছেন সেইফ এক্সিট করতে। আমরা তাকে বলছি, নির্বাচনই হবে সেইফ এক্সিটের একমাত্র পথ। কোনো চোরা রাস্তায় ক্ষমতায় যাওয়ার বাসনা করবেন না।
তিনি আরও বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কোনো দক্ষ প্রশাসক এখন পর্যন্ত এই বাংলায় আর আসেনি। তবে সাময়িক বৈশ্বিক সমস্যার কারণে আমরা এখন একটু বিপদে আছি। সাধারণ মানুষ, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ কষ্টে আছেন। তবে এখনো বাংলাদেশে সোমালিয়া বা সুদানের মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্রধানমন্ত্রী সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন। তাই শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে।
জেবি/ আরএইচ/