ক্ষমা চাইলেন প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। সম্প্রতি তার একটি মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে সমালোচিত হচ্ছেন তিনি।
অনেক পুরোনো 'অটোগ্রাফ' নামে একটি সিনেমার সংলাপের জন্য এমন পরিস্থিতির মুখে পড়েছেন জনপ্রিয় এ অভিনেতা।
জানা গেছে, 'অটোগ্রাফ' সিনেমায় তার মুখে একটি সংলাপ ছিল এমন-‘মিডিয়ার কভারেজে কে থাকবে হেডিংজুড়ে কে থাকবে শুক্রবারের পর্দায় কে থাকবে আমি, অরুণ চ্যাটার্জি। আমিই ইন্ডাস্ট্রি’।
এই সংলাপের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রসেনজিৎ অহমিকায় ভুগছেন বলে অনেকে মন্তব্য করেন।
বিষয়টি এ অভিনেতার নজরে আসে। পরে ক্ষমা প্রার্থনা করে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন প্রসেনজিৎ।
তিনি বলেন, ‘এটি একটি সিনেমার সংলাপ। বাস্তবে এটি আমি কখনোই বলিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন। প্লিজ এর জন্য কেউ কষ্ট পাবেন না।’