দুই বছর পর গানে ফিরলেন তামিম ইসলাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
দীর্ঘ দুই বছর পর মৌলিক গান দিয়ে ফিরছেন কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তামিম ইসলাম। ‘ঠোঁট পেন্সিল’ শিরোনামে রোমান্টিক ধারার এই গানটিতে তামিমের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কন্ঠশিল্পী কণা।
গীতিকার তারেক আনন্দ’র কথায় এটি সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এছাড়া গানটির ভিডিও বানিয়েছেন নির্মাতা তনয় পাল। তামিম ইসলামের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে বিনোদন পোস্টকে তামিম বলেন, ‘গানের কথা, সুর-সংগীত অসাধারণ, সাথে কণা আপুর মনোমুগ্ধকর কন্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। আশা করি গানটি সবার কাছে ভালো লাগবে’।