মিমের ‘দামাল’ এখন যুক্তরাষ্ট্রে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:১৯ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


মিমের ‘দামাল’ এখন  যুক্তরাষ্ট্রে
বিদ্যা সিনহা মিম | ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।  ‘পরান’র পর ‘দামাল’সিনেমা মুক্তির পর বেশ আলোচনায় রয়েছেন তিনি। 


গত ২৮ অক্টোবর সারাদেশে সিনেমা হলে মুক্তি পায়  ‘দামাল’। পরে ১৮ নভেম্বর দেশ ছাড়িয়ে দেশের বাহিরে  নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘দামাল’ সিনেমার প্রিমিয়ার দেখনো হয়। দেশটিতে মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি।


তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দামাল’। যুক্তরাষ্ট্রে বায়োস্কোপ ফিল্মস ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও,কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা,কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫ শহরে সিনেমাটি মুক্তি পেয়েছে ছবিটি।


খবরটির সত্যতা নিশ্চিত করেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। যুক্তরাষ্ট্রে মুক্তির বিষয়ে মিম বলেন, দেশটিতে ছবিটি মুক্তির পর উচ্ছ্বসিত হয়েছেন দর্শকরা। সেখানে ছবিটি দ্বিতীয়বারের মতো মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগছে আমার। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে ছবিটির। আশা করছি, সিনেমাটি যুক্তরাষ্ট্রে নতুন আলোড়ন সৃষ্টি করবে।