কলা হাতে যে বার্তা দিলেন শ্রীলেখা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮:৪০ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


কলা হাতে যে বার্তা দিলেন শ্রীলেখা
ছবি: সংগৃহীত

কলকাতার আলোচিত সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে অর্ধেক ছোলানো কলা হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি।  


এ ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘এই পোস্টে দু’রকম মানে করিনি। সুস্থ মস্তিষ্কর জন্য রোজ কলা খান। লৌহ-নারী/পুরুষ তৈরি হন।’ বরাবরের মতো এ পোস্ট দেওয়ার পরও শুরু হয়েছে আলোচনা। কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নানারকম মন্তব্য।


কলকাতার পরিচালক অনীক দত্ত লিখেছেন, ‘প্রশ্ন: কলা কেন একাকী? উত্তর: কারণ এটি কলা (অকেলা)। তবে যাদের নোংরা চিন্তা-ভাবনা তারা এই পোস্টটিকে অন্যভাবে দেখবে।’


নির্মাতা পরামিতা মুন্সী শ্রীলেখার ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেছেন। নেটিজেনদের একজন লিখেছেন, ‘সব ক্যালশিয়াম তো ছবির ক্যাপশনেই রয়েছে।’ কেউ কেউ এ ছবি নিয়ে ট্রোলও করছেন। তবে শ্রীলেখার পরিষ্কার জবাব— ‘এই ছবি মুছব না।’