রণবীরের ‘সার্কাস’-এ চমক দেখাবেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
বলি পাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই তারকা দম্পতি চমক নিয়ে হাজির হচ্ছেন বলে জানা গেছে।
শেঠি পরিচালিত ‘সার্কাস’ এ চমক দেখাবেন তারা। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের শেষ দিকে হাজির হয়েছেন দীপিকা। বলিউডপ্রেমীরা দীপিকাকে দেখে দারুণ পছন্দ করেছেন। কেউ কেউ দীপিকার অংশটুকুকে ট্রেলারের সেরা অংশ বলেও দাবি করেছেন।
চলতি বছরের (২০২২ সাল) ফেব্রুয়ারিতে দীপিকার ‘গেহরাইয়্যা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তবে সিনেমাটির তেমন একটা সাফল্যের মুখ দেখেনি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’তে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন তিনি। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
দীপিকা বর্তমানে ‘ফাইটার’ ও ‘প্রজেক্ট কে’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। দুই ছবিতে তার সহশিল্পী যথাক্রমে হৃত্বিক রোশন ও দক্ষিণী তারকা প্রভাস।