তাসনিয়া ফারিণ হাসপাতালে ভর্তি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:২১ পিএম, ৩রা ডিসেম্বর ২০২২


তাসনিয়া ফারিণ হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর  কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আহত হন তিনি।


জানা গেছে, অভিনেত্রীড় বাবার সঙ্গে  বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। । চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। দুর্ঘটনার পর অভিনয়শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।  


হাসপাতালে তাকে দেখতে যাওয়া গুণি নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে জানান ‘ বেশ গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।’


এদিকে আগামী আসছে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ফারিণ অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে।