আ.লীগের সম্মেলন
মিছিলের শহর ময়মনসিংহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৯ পিএম, ৩রা ডিসেম্বর ২০২২

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। মিছিলে ও স্লোগানে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ।
আজ শনিবার (৩ নভেম্বর) বেলা ১১টায় সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে মিছিলে মিছিলে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ। শহরের চারদিকের ১৩ উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের বর্ণাঢ্য মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করতে দেখা যায়। মিছিলে-প্লাকার্ডে ফুটিয়ে তোলা হয় সরকারের নানা উন্নয়নের চিত্র।
জেবি/ আরএইচ/