ফের জেরার মুখে নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
ফের জেরার মুখে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে দেশে ফেরার পর ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন তিনি।
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বহুল আলোচিত ২০০ কোটি রুপির একটি অর্থ পাচার মামলার জেরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দিন কয়েক আগেই কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে সদ্যই দেশে ফিরেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী ফিফার মঞ্চে পারফরম্যান্স করে এলেন। ফিফার মঞ্চে লাইভ পারফরম্যান্স করে ভারতকে বিশ্বের দরবারে আরও অনেকটা এগিয়ে দিলেন অভিনেত্রী।
আর সেখান থেকে ফিরেই ইডির পক্ষ থেকে তলব পড়ে এ অভিনেত্রীর। যদিও এ মামলার যুক্ত থাকা প্রধান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি।