বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২

বিএনপি জনসভা করার কথা বলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সরকার বিএনপিকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না। আর তারা যদি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সরকার সেটি কঠোর হাতে দমন করবে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামে প্রধামন্ত্রীর জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকালও বলেছেন নয়াপল্টনের সামনেই জনসভা হবে। আসলে ওদের উদ্দেশ্য জনসভা করা নয়।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সুবিধার্থে তাদের আবেদন অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে না গিয়ে নয়াপল্টনে জনসভা করার ঘোষণা দেওয়ার অর্থ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি দিতে পারে না। লাইসেন্স দিতে পারে না। এটি আমরা হতে দেবো না।
জেবি/ আরএইচ/