আইটেম গান দিয়ে ফিরছেন ববি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


আইটেম গান দিয়ে ফিরছেন ববি
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ফের আইটেম গান দিয়ে ফিরছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। আরেফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম-২’-এ গানটি থাকছে বলে জানা গেছে।


নির্মাতা সানি সানোয়ার পরিচালিত সিনেমাটির এ গানটি  আগামী ৫ ডিসেম্বর শুটিং শুরু হবে।  এদিকে ববি বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।  শুটিং শেষ করেছেন রশিদ পলাশের ‘ময়ুরাক্ষি’ ও সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’ সিনেমার।


এছাড়া নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ নামের একটি সিনেমার ডাবিং বাকি আছে। শিগ্গির শুরু হবে সৈকত নাসিরের পরিচালনায় ‘বারুদ’ নামে একটি সিনেমার শুটিং। ফুয়াদের পরিচালনায় নাম ঠিক হওয়া আরও একটি সিনেমাও আছে তার হাতে।


 নিজের ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘এ সময় এসে কাজে ব্যস্ত আছি, এটাও বেশ ভালোলাগার। যেসব সিনেমার কাজ শেষ করেছি বা শুটিং করছি সবকটিরই গল্প এবং আমার চরিত্র দুটিই দারুণ। নতুন সিনেমাগুলোতেও চমক আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’