লালগালিচা মাতালেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:১৫ এএম, ৪ঠা ডিসেম্বর ২০২২

বলি পাড়ায় ফ্যাশনিস্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন সোনম কাপুর। এছাড়া বৃহত্তম চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্রে উৎসবের নিয়মিত মুখ তিনি। বহুবার ব্যতিক্রমী ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন ফ্যাশন প্রেমীদের।
চলতি বছরের গত আগস্ট মাসে সন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। মা হওয়ার লম্বা বিরতি না নিয়ে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেছে রেড সি ফিল্ম ফেস্টিভালে । ওই উৎসবের লালগালিচায় তিনি লাল ও হলুদ দুই রঙের পোশাকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৯ সালে রেড সি ফিল্ম ফেস্টিভালের যাত্রা শুরু হয়। চলতি বছর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভালে শুধু সোনমই নন, বলিউড তারকা কারিনা কাপুর, সাইফ আলী খান ও প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গেছে।